তোমার চাওয়ার উল্টো আমি
রাসেল ইয়ামিন
এইযে আমার ভেতর তুমি যেটুক খোঁজো
সেটুকু আমার নেই হয়ত,
অথচ আমি রোজ ভেতরের পকেটে নিয়ে বেড়াই,
যেটুকু তোমার খুব প্রয়োজন।
সময়ের আগে মানুষ কি আর সব প্রয়োজন বুঝে!
রঙীন চোখে কেবল শিমুল-জবা খুঁজে,
তোমার চাওয়ার উল্টো আমি
এখন তোমার উড়নচণ্ডী মন।
তুমি কি চাও! নিয়ম করে ভালোবাসি
রাতে দিনে রুটিন মত!
ভালোবাসি ভালোবাসি, ভীষণ রকম ভালোবাসি
বলে বেড়াই যখন তখন!
ওসব আমার দ্বারা হয়ে উঠেনা
শুধু জানি, তোমার সবটুকু যদি মানি
মানিয়ে নিই ভুলগুলোসব নিজের করে,
সয়ে যাওয়ার ভীষণ শক্তি সকল দহন।
আধবয়সী প্রেমিকা কি আর এসব বুঝে!
সে তো শুধু প্রেমই খুঁজে,
সে কি জানে প্রেমের চেয়ে যত্ন বড়!
ভীষণ একলা লাগবে যখন।
বাইশ পেরুলে চোখে ঝাপসা দেখবে
পঁচিশ গেলে যুদ্ধ শুরু নিজের সাথে,
এপাশ ওপাশ দ্বিধায় ভাসবে, ভাবছিলে কি!
চোখের সামনে আরেক জীবন।
শৃগাল দেখার কি আর সময় রবে!
প্রেম কি আর বৈঠা বায়রে! ওতে শক্তি লাগে
জীবন যখন নৌকায় উঠে ঝড়ের রাতে
সাগর যখন ঢেউয়ে ভরা, অতল ভীষণ।