দেশের সবচেয়ে জনপ্রিয় পর্যটন স্থানের নাম কক্সবাজার (Cox’s Bazar)। শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকতের জন্য কক্সবাজার জেলার সুনাম ছড়িয়ে আছে বিশ্বব্যাপী।
কক্সবাজারের রয়েছে বিভিন্ন ঐতিহ্যবাহী স্থাপনা এবং বেশকিছু আকর্ষণীয় পর্যটন স্থান। আর একারণে কক্সবাজারকে ‘পর্যটন নগরী’ হিসাবে অভিহিত করা হয় সেন্টমার্টিন, রেডিয়েন্ট ফিস ওয়ার্ল্ড, দরিয়ানগর, সুগন্ধা বীচ, লাবনী পয়েন্ট, কলাতলী বীচ, ইনানী বীচ, হিমছড়ি, মেরিন রোড, রামু বৌদ্ধ বিহার, মহেশখালি, সোনাদিয়া দ্বীপ, আদিনাথ মন্দির, ডুলাহাজারা সাফারি পার্ক ইত্যাদি কক্সবাজারের সর্বাধিক দর্শনীয় ভ্রমণ স্থান।

অবকাশ যাপন কিংবা প্রয়োজন, নানাবিধ কারণে আমাদের কক্সবাজার যাওয়ার দরকার হয়। আর ঢাকা থেকে কক্সবাজার সহজে কেমন করে যাবেন এবং কি কি উপায়ে যেতে পারবেন ইত্যাদি প্রয়োজনীয় তথ্য জানাতে আমাদের আজকের এই আয়োজন।

ঢাকা থেকে কিভাবে কক্সবাজার যাবেন?
ঢাকা হতে মূলত বাস এবং বিমান এই দুইটি উপায়ে সরাসরি কক্সবাজার যেতে পারবেন। রেলপথে অর্থাৎ ট্রেনে সরাসরি কক্সবাজার যাওয়ার আপাতত কোন সুযোগ নেই। এক্ষেত্রে আপনাকে ঢাকা থেকে ট্রেনে চড়ে চট্টগ্রাম এসে পরবর্তীতে অন্য উপায়ে চট্টগ্রাম হতে কক্সবাজার যেতে হবে।

বাস হচ্ছে ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার সবচাইতে জনপ্রিয় বাহন। রাজধানী ঢাকার সায়দাবাদ, গাবতলী এবং মহাখালী বাস টার্মিনাল সহ বেশকিছু জায়গা হতে ঢাকা টু কক্সবাজার রুটে বিভিন্ন পরিবহণের এসি, নন-এসি বাস চলাচল করে। বাসে চড়ে ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত ৪১৪ কিলোমিটার পথ পাড়ি দিতে ১০ থেকে ১২ ঘণ্টা সময় লাগে।
নন এসি বাস ৭৫০-৯০০ টাকা
এসি বাস ১০০০ – ২৫০০ টাকা
ট্রাভেলস - 01705- 430566
তুবা লাইন -01876-005687
গ্রীন লাইন -0447-8660011
শ্যামলী পরিবহন -02-7541336, 02-7541336
টি আর ট্রভেলস -02-8031189
হানিফ -01713-402673
রয়েল কোচ -01872-723236
সেইন্টমার্টিন পরিবহন -01762-691341

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, নভোএয়ার, রিজেন্ট এয়ারওয়েজ এবং ইউ এস বাংলা এয়ারলাইন্স সরাসরি ঢাকা টু কক্সবাজার রুটে সপ্তাহে ৫৫ টি ফ্লাইট পরিচালনা করে। বিমানে চড়ে কক্সবাজার পৌঁছাতে সর্বোচ্চ ১ ঘন্টা সময় লাগে। আবার আকাশপথে ঢাকা হতে চট্রগ্রাম এসে সড়ক পথে বাসে কক্সবাজার যেতে পারবেন। তবে বলে রাখা ভাল, অন্য সকল ফ্লাইটের মত ঢাকা-কক্সবাজার ফ্লাইটও কতৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী পরিবর্তিত হতে পারে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স - ৪,০০০ থেকে ১১,০০০ টাকা
নভোএয়ার ৩,৯০০ টাকা থেকে ৯,০০০ টাকা
ইউ এস বাংলা এয়ারলাইন্স ৪,২০০ টাকা থেকে ১০,৫০০ টাকা
রিজেন্ট এয়ার ওয়েজ ৩,৯৯৯ টাকা থেকে ৯,৮০০ টাকা
এছাড়া চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর থেকে কক্সবাজারের উদ্দেশ্যে বাংলাদেশ বিমানের সপ্তাহে ৫ টি ফ্লাইট পরিচালিত হয়ে আসছে। চট্টগ্রাম থেকে প্লেনে চড়ে কক্সবাজার যেতে ২,১০০ থেকে ৩,৯০০ টাকা পর্যন্ত খরচ হবে।
বিমান ভাড়া সব সময় ভ্রমণের তারিখ অনুযায়ী পরিবর্তিত হয়। ভ্রমণ তারিখের নূন্যতম মাসখানেক আগে বিমানের টিকেট কাটলে সাধারণত ভাড়া কিছুটা কমে। আবার ভ্রমণের তারিখের খুব কাছাকাছি সময়ে টিকেট কাটলে অনেকক্ষেত্রে টিকেটের স্বাভাবিক মূল্যের চেয়ে দ্বিগুণ বা তিনগুণ অর্থ ব্যয় করতে হয়।
মনে রাখবেন, বাংলাদেশের আভ্যন্তরিন রুটে বিমান ভ্রমণ করতে পাসপোর্টের প্রয়োজন হয় না। তবে নিরাপত্তার স্বার্থে জাতীয় পরিচয়পত্র সাথে বহন করা বাঞ্ছনীয়।
প্রত্যেক ইকোনমি ক্লাসের যাত্রী ২০ কেজি পরিমাণ চেক কৃত এবং ৭ কেজি কেবিন লাগেজ হিসাবে মালামাল বহন করতে পারবেন। আর বিজনেস ক্লাসের যাত্রীগণ বহন করতে পারবেন ৩০ কেজি এবং ৭ কেজি মালামাল। নির্ধারিত পরিমাণের চাইতে বেশী মালামাল পরিবহন করতে চাইলে সংশ্লিষ্ট এয়ারলাইন্সের নিয়মানুসারে অতিরিক্ত ফি প্রদান করতে হবে।
