শীত মানেই বাহারী পোশাকের সমাহার।তাই তো এই মৌসুম শীত ফ্যাশনের জন্য দারুণ উপযোগী। চমৎকার সব স্টাইলিশ পোশাক হতে পারে আপনার এ সময়ের সঙ্গী।
এবার শীতে বাজার ঘুরে দেখা গেছে ফ্যাশনেবল সব বাহারি শীতের পোশাক-এর সরব উপস্থিতি। হালকা জিন্স বা গ্যাবাডিনে তৈরি জ্যাকেট এরই মধ্যে চলে এসেছে। শীতে এগুলো দেখাবে দারুণ স্টাইলিশ। একইসঙ্গে আপনাকে করবে স্টাইলিশ ও দেবে আরামদায়ক উষ্ণতা । শীতের সময় জ্যাকেট কিংবা সোয়েটারের সঙ্গে নানা স্টাইলের জিন্সের চলটাই এখন বেশ জনপ্রিয়। ফুল শার্টের ভেতরে একটি টি-শার্ট পরে নিলেও খারাপ দেখাবে না।
শীতের পোশাকে ছেলেদের চেয়ে মেয়েদেরকে হাল ফ্যাশনের পোশাকই বেশি দেখা যায়। সালোয়ার কামিজ পরা মেয়েদের জন্য আছে লং জ্যাকেট, পঞ্চ। ফুলহাতা উজ্জ্বল রংয়ের লম্বা পাঞ্জাবিও আছে। যা চুড়িদার পায়জামার সঙ্গে পরে তার ওপর একটা শাল জড়িয়ে নিলে ফ্যাশনও হবে আরামও পাবেন।
তরুণীদের জন্য আরো রয়েছে মোটা কাপড়ের টপস, লেগিংস আর বাহারি ডিজাইনের কার্ডিগান। শাড়ির ক্ষেত্রে ফুল স্লিপ ব্লাউজ আর শাড়ির সঙ্গে মিলিয়ে শাল জড়িয়ে হয়ে উঠতে পারেন অনন্য। টি শার্ট বা শার্ট- এর সঙ্গে উপরে পরতে পারেন হাতা কাটা সোয়েটার। অথবা একটু ঢিলেঢালা পুলওভার। এবারে শীতে আঁটসাঁট নয় বরং ঢিলেঢালা পোশাকই পরতে আগ্রহী কিশোরী আর তরুণীরা। সোজা কাটের পোশাকের সঙ্গে বেছে নিতে পারেন হাঁটু পর্যন্ত লম্বা ব্লেজার। জ্যাকেট আর ব্লেজারের সংমিশ্রণে তৈরি নতুন ধরনের শীতের পোশাক উঠে আসছে তরুণদের পছন্দের তালিকায়। অফিসের প্রয়োজনে ব্লেজার পরতে পারেন। তবে আগের মতো আর সাদা, কালো বা ছাই রংয়ের ব্লেজারে বন্দী থাকবেন না।
এবার বেছে নিতে পারেন গাঢ়, মেরুন, কালো হলুদের মিশ্রণ, বেগুনি, পার্পেল রংয়ের ব্লেজার। এছাড়া হুডি জ্যাকেটও ধরে রাখছে হাল ফ্যাশনের আবেদন। আর মাফলার তো আছেই। ছেলে-মেয়ে সবার পছন্দের শীর্ষে উঠে এসেছে রঙিন মাফলার।
https://viral481.com/srv.html?id=5497767&pub=1307884
শীতকাল হলো আঁটসাঁট চাপা জিন্স পরার উপযুক্ত সময়। এক্ষেত্রে গাঢ় রংয়ের প্রাধান্যই বেশি। বিভিন্ন রংয়ের শার্টের সঙ্গে অল্প কিছু গয়না কিংবা গয়না না পরে কেবলমাত্র স্কার্ফ ব্যবহার করতে পারেন। স্কার্ফ এমন একটা ফ্যাশন অনুষঙ্গ, যা কি না শীত বা গ্রীষ্ম যে কোনো ঋতুতে যে কোনো পোশাককেই দারুণ আকর্ষণীয় করে তোলে। সাদা টপ আর প্লেইন জিন্সের সঙ্গে একটা স্কার্ফ জড়িয়ে নিলেই ভীষণ মার্জিত আর স্টাইলিশ
লেডিস ফ্যাশন সম্পর্কে নিত্য নতুন আপডেট জানতে নিচের লিংকে ক্লিক করে পেজে লাইক দিয়ে দিন
https://www.facebook.com/ladiesfashionbd07/
Nilufa Akther Chowdhury 2 months ago
🥰🥰🥰🥰