তোমায় কত কথা বলার আছে
রোজ আমার কথার পাহাড় জমে
তুমি আসতে আসতে সেটা হিমালয় হয়ে যাবে।
এই কথা জমার সাথে যে অভিমানটাও জমছে
তোমায় বলতে না পারার অভিমান
অভিযোগ গুলো নির্বাক শ্রোতা
ভেবেই বসি তুমি হয়তো ভুলেই গেছো আমায়
আজকাল তোমার হয়তো ডাল আর লবন লাগেনা
কত কিছু একলাই ভেবে বসে থাকি
ইচ্ছে করে লুকিয়ে যাই যেন তুমি খোঁজো আমায়
অভিমান জমে জমে যে বাতাসটা ভারি হয়ে গেছে
ঈশান কোনে কালো মেঘ গুলো কুন্ডলি পাকিয়ে আছে
কবে আসবে তুমি মুষল ধারায় ঝরিয়ে দিতে
তোমার এই অভিমানি মেয়েটা হাসতে ভুলে গেছে
তুমি কি জানো তার এক পাহাড় সমান রাগ গলে যায়
তোমার ছোট্ট একটা মিষ্টি কথায়
সব কথা যেন তোমার ঐ চোখে এসে প্রান খুজেঁ পায়
যেন তুমিই অসুখ তুমিই ঔষধ,
তোমাতেই আমার সবটুকু ভালো থাকা।