- সাহিত্য ও সংস্কৃতি
- কবিতা
কবিতা
নীল রঙ
নীল রঙ
নীল রঙ
নীল রঙ
জুঁই জুয়েনা
নীল নাকি কষ্টের রং,,,,!
নীলে মিশে থাকে জমাট অভিমান।
তবু নীল আমার ভীষন প্রিয়..
নীলে খুঁজে পাই আকাশের বিশালতা,
যা তোমার ভালবাসার বিস্তৃতি মাপে।
যে গভীর টানে আকাশ মিশে যায় সাগরের বুকে,,,
সেই নীল বুকে ধারন করেই উচ্ছাসে মাতে ঢেউ।
শিউলি ফোটা শরতের ভোরে,,,
একমুঠো নীল আমার হাতে দিয়ে বলেছিলে যত্ন করে রেখো।
নীলে তোমায় দারুন লাগে।
আমি সেই রঙে একেঁছি এক বিকেলের স্বপ্ন,
নীল শাড়ি, নীল টিপ আর খোপা,,
তুমি এসো নীল পাঞ্জাবীতে।
বেলীফুল আনতে ভুলোনা,,,
নিজের হাতে পরিয়ে দিও খোপায়।
সেই বিকেলটা অপেক্ষারত,,
পৌষালী রোদ মেখে,,
সন্ধ্যা গড়িয়ে
তুমি এসেছো তবে অন্য নীলে,
ভালবাসার চেয়ে অভিমানের নীল জড়িয়ে।
নীল শাড়িতে সেজে আছি,
বেলীফুল আমিই এনেছি,,
অভিমান শেষে পড়িয়ে দিও,,,
তোমায় সব রূপেই যে ভালবাসি!
নীল রং আমার বড্ড প্রিয়।
কমেন্ট