"চিকেন মোমো,,,
উপকরণ ,,,
মাংসের কিমা-- পরিমানমতো
ময়দা -----পরিমানমতো
পেঁয়াজ কুচি ---আন্দাজমতো
গোলমরিচ গুঁড়া পরিমাণমতো
সয়াসস ,সিরকা এবং ফিশসস(না থাকলে না দিলেও চলবে)
গাজর কুচি , পেঁয়াজ পাতা কুচি বা বাঁধাকপি কুচি
স্বাদমতো লবন।
##একটি বোলে পরিমানমতো লবন এবং ময়দা একত্রিত করে ভালোমতো মিশিয়ে নিতে হবে।পানি মিশিয়ে নরম ডো করতে হবে।
##কিমা,সবজি,আদা-রসুন কুচি,সয়াসস,সিরকা,লবন এবং গোলমরিচ এর গুঁড়া সব একত্রিত করে ভালোমতো মিশিয়ে এক ঘন্টা রেখে দিতে হবে।
##সবশেষে ডো ভাগ করে ছোট পাতলা রুটি বেলে নিতে হবে।
## রুটির মাঝখানে সবজি-কিমার পুর দিয়ে মোমোর আকৃতি দিতে হবে বা পছন্দমতো যেকোন আকৃতি দেয়া যায়।পুলি পিঠার আকৃতিও দিতে হবে।
##রুটি খুব বেশি পাতলা বা মোটা হওয়া যাবে না এবং কিমার পুরকে ভালোমতো ঢেকে দিতে হবে রুটি দিয়ে।
##পানি ফুঁটিয়ে নিতে হবে।তার উপর বসিয়ে দিতে হবে একটি ছাঁকনি বা স্টীমার। প্রায় বিশ মিনিট ধরে মোমোগুলো মাঝারি আঁচে ভাপিয়ে নিতে হবে।👇👇